VOHH এর আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ৪ মার্চ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : প্রথমবারের মতো চট্রগ্রামের ইতিহাসে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে,VOHH নামক আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান আলোকচিত্র উৎসব টি ২০১৮ সালের মার্চ মাসের ৪ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত চট্রগ্রাম শহর জুড়ে অনুষ্ঠিত হবে এরপর সমগ্র বাংলাদেশ জুড়ে।

উৎসবে ৪৪ টি দেশের ১০০০ টি গল্প জমা পড়েছিল তার মধ্য থেকে সম্মানিত বিচারকগণ ২০ টি গল্প নির্বাচিত করেন, স্পেনিশ ফটোগ্রাফার আলেজান্দ্রো এর গল্প “মাইগ্রেটস ইন বেলগ্রেড” সেরা নির্বাচিত হয়, সেরা হিসাবে তিনি পাবেন “ভোহঃ স্বর্ণ পদক”, তার গল্পটি ছিল মধ্যপ্রাচ্য থেকে আগত শরণার্থীদের ইউরোপে প্রবেশ এর ওপর, এছাড়া ফিলিস্তিন, সিরিয়া, বাংলাদেশ, ইউরোপ ও ল্যাটিন আমেরিকার থেকে নির্বাচিত গল্প প্রদর্শিত হবে। বিচারক হিসাবে ছিলেন আরব ইমেজ এর প্রধান “সামের মোহদাদ”, নিউইউর্ক ফটো এভিডেন্স প্রেস এর প্রধান সলভেৎলানা, আলেক্সিয়া ফাউন্ডেশন এর “ইলীন মেগ্নোনি” এবং ইতালি আইস ওপেন ম্যাগাজিনে এর প্রধান “বারবারা সিলভী”,উৎসবের অতিথি শিল্পী হিসেবে শোয়েব ফারুকী, সাইফুল হক অমি, হেইদি লেভিন ও শাহনেওয়াজ খান এর গল্প প্রদর্শিত হবে।

অনুষ্ঠানসূচি: উদ্বোধনী অনুষ্ঠান মার্চ মাসের ৪ তারিখ বিকাল ৪ টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে

মার্চ মাসের ৪ এবং ৫ তারিখ: শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে
মার্চ মাসের ৬ তারিখ: জামালখান, চকবাজার, নেভাল ২
মার্চ মাসের ৭ তারিখ: রেলস্টেশন, দেওয়ানহাট ওভার ব্রিজ , আনন্দবাজার ময়লার ডিপো, কাট্টলী সীবিচ
মার্চ মাসের ৮ তারিখ: ফটোব্যাংক গ্যালারি
মার্চ মাসের ৯ এবং ১০ তারিখ: সিআরবি, কাট্টলী সীবিচ

মাননীয় অতিথি: আবুল মোমেন, কবি-সাংবাদিক ও লেখক
Yeow Kwang Yeo: ফটোগ্রাফার, সিঙ্গাপুর
শোয়েব ফারুকী: ফটোগ্রাফার

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.