চট্টগ্রামে অস্ত্র মামলায় ৩ আসামীর কারাদন্ড

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: চট্টগ্রাম ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ৩ আসামীকে পৃথক পৃথক ধারায় ১৪ বছর ও ৭ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার  (১১ এপ্রিল) ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায় গত ১৭ অক্টোবর’১৫ দিবাগত রাত দেড়টার সময় সন্দ্বীপ থানাধীন পশ্চিম মুছাপুর বেড়িবাধ সংলগ্ন পেয়ারা বেগমের চৌচালা টিনের ঘরে ডাকাতির প্রস্তুতিকালে মাইজভাঙ্গা এলাকার মো. জসিম উদ্দীন ছেলে মো. মহিউদ্দীন প্রকাশ (২৮), মুছাপুর এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. ফাহিম প্রকাশ সাদ্দাম (২৫), সন্দ্বীপ পৌরসভার মো. রফিকুল ইসলামের ছেলে মো. রানা হোসেন প্রকাশ জাবেদ (৩০), কে আটক করে।

আটককৃতদের থেকে ২টি বন্দুক, ১টি এল.জি, ১টি রাইফেলের গুলি, ৭টি সীসাযুক্ত কার্তুজ, ৩টি দা, ২টি ছুরি, ৩টি মুখোশ, ৫টি লোহার পাইপ, ২টি ম্যাগলাইট উদ্ধার করে। এস.আই তানভীর আহমদ বাদী হয়ে ঐদিন থানায় অস্ত্র মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে একই সালের ২ নভেম্বর ৩ জন আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে চার্জসিট দাখিল করেন। ৫ এপ্রিল’১৬ তারিখে চার্জগঠনের পর বাদী, জব্দ তালিকার সাক্ষীসহ ১১জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

সাক্ষ্য প্রমানের ভিত্তিতে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামীদেরকে ১৮৭৮ সনের অস্ত্র আইনে ১৯ ে ধারায় ১৪ বছর এবং ১৯ এফ ধারায় ৭ বছর করে প্রত্যেকে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। মামলার আদেশ প্রচারকালে আসামীগণ কাটগড়ায় উপস্থিত ছিল।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি এড. শামশুদ্দীন সিদ্দিকী টিপু ও এড. মো. দেলোয়ার হেসেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. দুলাল দে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.