নগরীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘নবী দিবস’

0

চট্টগ্রাম অফিস :  নবী দিবস উদযাপন পরিষদের আয়োজনে বিশ্ব শান্তি ও নৈতিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘নবী দিবস ।
শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন মাইজভান্ডার গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন শাহছুফি ছৈয়দ ওসমান কাদের মাইজভান্ডারী। এতে চট্টগ্রামের বিভিন্ন দরবারের আওলাদেপাক ও সর্বস্থরের আশেকে রাসুল (স.) স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।নগরীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায়‘নবী দিবস’

বিকেল তিনটায় মুসলিম ইন্সটিটিউটে রাহে ভান্ডার দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) এর সভাপতিত্বে এক তকরীর মাহফিল অনুষ্ঠিত হয়। নবীর (স.) আগমনী দিন ও এর গুরুত্ব সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। আরও অংশগ্রহণ করেন মাওলানা ছৈয়দ আকতার কামাল শাহ, ছৈয়দ নাছির উদ্দিন মাসুদ, মৌলানা ছৈয়দ আবুল কালাম, হাকিম মাওলানা ইকবাল ইউসুফ প্রমুখ।  এদিকে নবী (দঃ) স্মরনে কধুরখীল দরবার শরীফের উদ্যেগে পালিত নবী দিবস ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.