সুষ্ঠ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে

0

বাঁশখালী প্রতিনিধি, সিটি নিউজ  :: বাঁশখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী উৎসব শুক্রবার (২০ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও হীরক জয়ন্তী উদ্যাপন পরিষদের আহবায়ক মোঃ হাবিবুল কবির চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি বাঁশখালীর কৃত্বি সন্তান বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ইউএসটিসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়–য়া, বাঁশখালী যুগ্ম জেলা জজ মোশারফ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলাম, সিনিয়র সহকারী জজ সৈয়দ মাহাবুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুদৌল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ, হীরক জয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, বাঁশখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সোলতান আহমদ আশরাফী, এডভোকেট নুরুল আবছার, ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বোরহান উদ্দিন বলেন, শিক্ষার্থীরা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সেজন্য তাদের প্রচুর অধ্যয়ন করতে হবে। যারা সুষ্ঠ মনমানসিকতা নিয়ে অধ্যয়ন করবে তাদের জীবন কখনও পিছিয়ে থাকবে না। বাঁশখালীর প্রত্যন্ত অ লের সরল আমিরিয়া বিদ্যালয়ে অনেক গুণী শিক্ষার্থী জন্ম দিয়েছে। যারা আজকে সারা বাংলাদেশে সরকারি বিভিন্ন দপ্তরে অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকালে আলোচনা সভা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও হীরক জয়ন্তী উদ্যাপন পরিষদের আহবায়ক মোঃ হাবিবুল কবির চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, সরল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী প্রমুখ। রাতে বাঁশখালীর কৃত্বি সন্তান এশিয়া মহাদেশের সাড়া জাগানো কন্ঠ শিল্পী ফকির সাহাবুদ্দিনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.