মানুষের সেবা নিশ্চিৎ ও মোবাইল অভিযান চলবে-ইউএনও

0

চন্দনাইশ : চন্দনাইশ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম বদরুদ্দোজা চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, নিজ দায়িত্ব পালনে সদা তৎপর থাকব। বিশেষ করে এলাকার ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষের প্রাপ্য সেবা অগ্রাধিকার ভিত্তিতে প্রদান এবং মাদক ও ভেজাল প্রতিরোধ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল অভিযান চলবে। কোন অবস্থাতেই দূর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। রোহিঙ্গাসহ সকল অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রন করা হবে। মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, আরো উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার লোককে সহযোগী হতে হবে।

উল্লেখ্য, আ ন ম বদরুদ্দোজা চন্দনাইশ উপজেলার ২৪ তম ইউএনও হিসেবে ১৯ এপ্রিল যোগদান করেন এবং ২২ এপ্রিল রোববার দাপ্তরিক কাজ শুরু করেন। আজ রোববার ২২ এপ্রিল বিকেলে সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী, মোজাহেরুল কাদের, সৈয়দ শিবলী ছাদেক কফিল, এস এম রহমান, ফয়েজুর রহমান, এস এম রাশেদ, এরশাদ হোসাইন, আবু তালেব আনসারী, শাহাদত হোসাইন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.