ভালোবাসায় সিক্ত সিপ্লাস

0

সিটি নিউজ,চট্টগ্রাম : প্রতিষ্ঠার দুই বছর পূর্তিতে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হল চট্টগ্রামের ভাষায় প্রথম অনলাইন চ্যানেল সিপ্লাস টিভি ও অনলাইন নিউজ পোর্টাল সিপ্লাসবিডিডটনেট। নানা কথামালা, আড্ডা, গান, কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে শনিবার (২১ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে প্রতিষ্ঠার দুই বছর পূর্তি করেছে দেশে-বিদেশে তুমুল জনপ্রিয় অনলাইন চ্যানেল ও নিউজ পোর্টাল সিপ্লাস। শনিবার বিকেল তিনটায় সিপ্লাসের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। এরপর রাজনীতিবিদ, প্রশাসন, ব্যবসায়ী, বিভিন্ন ছাত্র সংগঠন, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সাধারণ দর্শকদের ভালোবাসায় সিক্ত হোন সিপ্লাস। সিপ্লাসের পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এডিটর ইন চিফ আলমগীর অপু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপ্লাসের সিনিয়র সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য্য।

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিপ্লাসকে ফুলেল শুভেচ্ছা জানায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংসদ এম এ লতিফ এমপি, সাংসদ ওয়াসিকা আয়শা খান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদুল আলম সুজন, নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ জোন) মোস্তাইন হোসেন, সিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা আঞ্জু, মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. নাছির উদ্দিন জয়, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, উন্নয়ন সংস্থা ইলমার প্রধান জেসমিন সুলতানা পারু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অলোক বিশ্বাস, সবুজ বাংলা ম্যাগজিনের সম্পাদক আবু নোমান, ৬নং ছিপাতলি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভু, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুদ্দোহা, অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আবিদা আজাদ, বিজেএমই’র সহ-সভাপতি মাইনুউদ্দিন আহমেদ মিন্টু, পরিচালক মাহাবুব উদ্দিন জুয়েল, এলিবিওয়ন গ্রুপের চেয়ারম্যান রয়িজুল ইসলাম সৈকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া, মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিজেএমইএ নেতা এস এম আবু তৈয়ব প্রমুখ।

অনুষ্ঠানের শেষে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী শাহরিয়ার খালেদ ও নিখিলেশ।

সিপ্লাসের দ্বিতীয় বর্ষপূর্তিতে কাতার, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সিপ্লাসের প্রতিনিধিরা নিজ নিজ কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.