চট্টগ্রামে কালবৈশাখী ঝড়

0

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম : টানা তাপদাহের পর গত রবিবার (২৯ এপ্রিল) শুরু হওয়া কালবৈশাখী ঝড়-বৃষ্টি রাতেও হালকা হালকা অব্যাহত ছিল। আজ সোমবার দুপুর থেকে কালবৈশাখীর তাণ্ডব ফের শুরু হয়েছে চট্টগ্রামে । সারাদেশে কালবৈশাখী ঝড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটারের চেয়েও বেশি। এমনটাই জানালেন আবহাওয়া অফিস । সোমবার (৩০ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে। এরইমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছে। কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। যেনো দিনের বেলা ‘রাতের আঁধার’।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.