নগরীতে সহকারী শিক্ষক নিয়োগ-১৪’র পরীক্ষা ১ জুন

1

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: আগামী ১ জুন (শুক্রবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভূক্ত ‘‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ খ্রিঃ’’ এর লিখিত  পরীক্ষা চট্টগ্রাম মহানগরী এলাকার নিম্নবর্ণিত কেন্দ্র সমূহে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সমূহে নির্বিঘে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও আইন-শৃংখলা রক্ষা করা আবশ্যক।

সেহেতু ১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশ এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আমি মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম,  পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম উক্ত পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার ০১ ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষে ০১ ঘন্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন; উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার; পরীক্ষার সহিত সংশ্লিষ্ট সরকারী দায়িত্বপালনরত ব্যাক্তি ও পরীক্ষার্থী ব্যতিত অন্য কোন ব্যাক্তির প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করছি।

তবে পরীক্ষার সহিত সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং তদুপলক্ষ্যে সরকারী দায়িত্ব পালনরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এ নিষেধাজ্ঞার বর্হিভূত থাকবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত ‘‘সহকারী  শিক্ষক নিয়োগ ২০১৪’’ এর  পরীক্ষা কেন্দ্র-৪৭ টি।

পরীক্ষার তারিখ : ০১-০৬-২০১৮ খ্রিঃ

পরীক্ষার সময় : সকাল ১০.০০ হতে ১১.২০ ঘটিকা

কেন্দ্রগুলো হল-

১) সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়,

২) ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (পুরাতন বিল্ডিং),

৩) ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (নতুন বিল্ডিং),

৪) জে. এম. সেন হাইস্কুল এন্ড কলেজ,

৫) এনায়েত বাজার ওমেন কলেজ,

৬) অর্পনা চরণ সিটি কর্পোরেশন গালর্স স্কুল এন্ড কলেজ,

৭) মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ (হাইস্কুল শাখা),

৮) মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ (কলেজ শাখা),

৯) চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুল,

১০) চট্টগ্রাম গর্ভমেন্ট কলেজ, চ্টগ্রাম (পুরাতন বিল্ডিং),

১১) চট্টগ্রাম গর্ভমেন্ট কলেজ, চট্টগ্রাম (নতুন বিল্ডিং),

১২) হাজী মুহাম্মদ মহসিন কলেজ (নতুন বিল্ডিং),

১৩) হাজী মুহাম্মদ মহসিন কলেজ (পুরাতন বিল্ডিং),

১৪) কাজেম আলী হাইস্কুল এন্ড কলেজ,

১৫) চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়,

১৬) কাপাসগোলা সিটি কর্পোরেশন ওমেন ডিগ্রী কলেজ,

১৭) হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়,

১৮) বাংলাদেশ মহিলা সমিতি হাইস্কুল এন্ড কলেজ (স্কুল বিল্ডিং),

১৯) বাংলাদেশ মহিলা সমিতি হাইস্কুল এন্ড কলেজ (কলেজ বিল্ডিং),

২০) সরকারি বাণিজ্য কলেজ (পুরাতন বিল্ডিং),

২১) সরকারী বাণিজ্য কলেজ (নতুন বিল্ডিং),

২২) ইসলামিয়া ডিগ্রী কলেজ (পুরাতন বিল্ডিং),

২৩) ইসলামিয়া ডিগ্রী কলেজ (নতুন বিল্ডিং),

২৪) গর্ভমেন্ট সিটি কলেজ (পুরাতন বিল্ডিং),

২৫) গর্ভমেন্ট সিটি কলেজ (নতুন বিল্ডিং),

২৬) কলেজিয়েট স্কুল (স্কুল শাখা),

২৭) কলেজিয়েট স্কুল (কলেজ শাখা),

২৮) সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,

২৯) এন. এম সি মডেল হাইস্কুল,

৩০) রহমানিয়া উচ্চ বিদ্যালয়,

৩১) ওমর গণি এমইএস কলেজ (নতুন বিল্ডিং),

৩২) ওমরগণি এমইএস কলেজ (পুরাতন বিল্ডিং),

৩৩) নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়,

৩৪) চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ,

৩৫) চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উমেন কলেজ রোড, চট্টগ্রাম, নাসিরাবাদ (নতুন বিল্ডিং),

৩৬) চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ (পুরাতন বিল্ডিং),

৩৭) চট্টগ্রাম পলিটেকনিক ইন্সষ্টিটিউট (পুরাতন বিল্ডিং),

৩৮) চট্টগ্রাম পলিটেকনিক ইন্সষ্টিটিউট (নতুন বিল্ডিং),

৩৯) চট্টগ্রাম পুলিশ ইন্সষ্টিটিউট স্কুল, দামপাড়া,

৪০) ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, জাকির হোসেন রোড,

৪১) চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ,

৪২) আগ্রাবদ ওমেন কলেজ,

৪৩) আগ্রাবাদ গর্ভমেন্ট কলোনী হাইস্কুল (বালক শাখা),

৪৪) আগ্রাবাদ গর্ভমেন্ট কলোনী হাইস্কুল (বালিকা শাখা),

৪৫) আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়,

৪৬) হাতেখড়ি স্কুল এন্ড কলেজ, আগ্রাবাদ, চট্টগ্রাম,

৪৭) পোস্তারপাড়া আছমাখাতুন সিটি কর্পোরেশন ওমেন ডিগ্রী কলেজ।

এ আদেশ আগামী ০১-০৬-২০১৮ খ্রিঃ  সকাল ০৯.০০ ঘটিকা হতে ১২.২০ ঘটিকা পর্যন্ত উপরোক্ত পরীক্ষা কেন্দ্র সমূহে বলবৎ থাকবে।

এ বিভাগের আরও খবর
1 Comment
  1. Nimmi says

    পরীক্ষার প্রশ্ন pattern কেমন একটু বলবেনপ্লিজ

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.