আমাদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে পরিবেশ বিপন্ন হচ্ছে- পমা

0

সিটি নিউজ,চট্টগ্রাম :   বিশ্বপরিবেশ দিবসকে সামনে রেখে শুক্রবার ১ জুন সার্সনরোডস্থ হাটখোলা সেমিনার হলে পরিবেশ ও মানবাধিকার আন্দোলন পমা’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান প্যানেল আলোচক কর্ণফুলী গবেষক প্রফেসর ইদরিস আলী বলেন, ‘শুধুমাত্র প্লাস্টিক বর্জ্যের কারণে প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা যাচ্ছে। আমাদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সামুদ্রিক পরিবেশ বিপন্ন হতে চলেছে।’

তিনি আরও বলেন, ‘প্লাস্টিক দূষণ মানুষের স্বাস্থ্যের উপরও ব্যাপক প্রভাব ফেলছে। প্লাস্টিক দূষণের কারণে মানবস্বাস্থ্যে নানা ব্যাধি হানা দিচ্ছে।

প্লাস্টিকের কারণে মাটির উর্বরতা হ্রাস, নগরীর পয়ঃপ্রণালী বন্ধ ও জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে পরিবেশ দূষণের ফলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। মানব-অস্তিত্বেও স্বার্থে এখনই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ জরুরি।’

পমা’র চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রকৃতি সম্পাদক মুসফিক হোসাইন, বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ সিরাজদৌলা, গ্রিন ক্লাবের সভাপতি সাংবাদিক সরওয়ার আমিন বাবু ও অধ্যাপিকা বিচিত্রা সেন।

এতে আরও উপসি’ত ছিলেন, পমা’র জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রাবন্ধিক-চা গবেষক আমিনুর রশীদ কাদেরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নুরুল আলম, অধ্যাপক আবু তালেব বেলাল, পমা’র যুগ্মসম্পাদক পরিবেশ ও জীবন ফাউন্ডেশনের পরিচালক শারূদ মোহাম্মদ নিজাম, পমা’র যুগ্মসম্পাদক কথাসাহিত্যিক জসিমউদ্দিন মাহমুদ, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপিকা তাসলিমা খান রোজী, স্বাধীন সাংস্কৃতিক অ্যাকাডেমির চেয়ারম্যান সাহাবউদ্দিন হাসান বাবু, উন্নয়ন সংগঠক মোহাম্মদ দিদারুল আলম, যুক্তরাষ্ট্রপ্রবাসী পরিবেশচিন্তক খালেদ হোসাইন, লেখক ইমরুল কায়েস, সাংবাদিক চৌধুরী আহছান খুররম, এবি রহমান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.