রামগড়ে মাদক পাচার বিরোধী দিবস পালিত

0

শ্যামল রুদ্র, সিটি নিউজ, রামগড়ঃ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে। এ দিবসে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা টাউনহলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন মিয়া।

এখানে মাদকের অপব্যবহার ও পাচারের নানা নেতিবাচক বিষয়ে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) এটিএম মোর্শেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান প্রমুখ।

এর আগে সকাল দশটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণে মাদকবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.