‘শাহেনশাহ সিরিকোটি (রহ:) প্রতিষ্ঠিত জামেয়া মুসলিম ঐক্যের প্রতীক’

0

নিজস্ব প্রতিবেদক :: আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দেশখ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক কুতুবুল আউলিয়া আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রহমাতুল্লাহি তা‘আলা আলায়হির ৫৯তম সালানা ওরস মোবারক ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জামেয়ার চেয়ারম্যান জনাব প্রফেসর আলহাজ¦ মোহাম্মদ দিদারুল ইসলাম’র সভাপতিত্বে অদ্য ২৫ জুলাই ২০১৮ ইং, বুধবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া ময়দানে অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে বক্তারা বলেন- মহান আধ্যাত্মিক সাধক সুন্নীয়তের প্রাণ প্রতিষ্ঠা পুরুষ কুতুবুল আউলিয়া হযরতুল আল্লামা আলহাজ্ব হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি(রহ.)’র এ দেশে শুভাগমন না হলে এ দেশের মানুষ নবী-ওলী প্রেমিক না হয়ে গোমরাহীর, বেড়াজালে আবদ্ধ হয়ে ঈমানহারা হতেন। আমরা যদি আওলাদে রসূলগণের পিছনে ঐক্যবদ্ধ হয়ে ইমান আক্বীদা রক্ষার্থে তাঁদেরই নির্দেশিত পথে চলতে পারি, তাহলেই প্রকৃত ইসলামী জীবন ব্যবস্থার অনুসারী হতে দ্বীন-দুনিয়া উভয় জাহানের কামিয়াবী হাসিল করতে সক্ষম হবো। আল্লাহ ্আমাদের এ মহান সাধকগণের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিন। আমিন।

বক্তারা আরো বলেন, এ মহান সাধকের প্রতিষ্ঠিত জামেয়াসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ প্রকৃতপক্ষে দ্বীন ইসলামের আলোর দিশারী। এখানে শিক্ষাপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশে-বিদেশে নবী ওলীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে দ্বীনি জিহাদে অবতীর্ণ। আমাদের সকলের ওপর এ মহান ওলীর নেগাহ করম রযেছে বিধায় দেশ-বিদেশে আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটির কার্যক্রম বিস্তৃত ও প্রশংসিত হয়ে আসছে। বর্তমানে তাঁরই বংশধর আওলাদে রাসূল,গাউসে জমান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী আনজুমান, জামেয়াসহ দেশ-বিদেশে শত শত দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে শরীয়ত-তরীকত দীক্ষায় উদ্বুদ্ধ করে যাচ্ছেন। আমি এ মহান ওলীর সাথে সম্পৃক্ত থাকতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমিন।

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিèয়া ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল আলহাজ¦ মোহাম্মদ আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন-ইসলাম শান্তির ধর্ম। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসহ আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদরাসমূহ ‘কিসতিয়ে নূহ (আ)’ এর মতো বলে শাহেনশাহে সিরিকোটি(রহ.) ফরমান। এ মহান ওলীর নেগাহ করম আমাদের সকলের ওপর রযেছে বিধায় আজ দেশ-বিদেশে আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটির কার্যক্রম বিস্তৃত ও প্রশংসিত হয়ে আসছে। যারা জামেয়া আনজুমান, গাউসিয়া কমিটির সাথে সম্পৃক্ত থেকে খেদমত আনজাম দেবেন তাঁরা দুনিয়া ও আখিরাতে নাজাতপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ্।

উক্ত সালানা ওরস মোবারক মাহফিলে ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্ট’র জয়েন্ট সেক্রেটারী জেনারেল আলহাজ্ব সিরাজুল হক এবং শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ। সালানা ওরস মোবারক মাহফিলে বক্তারা বলেন – মহান আধ্যাত্মিক সাধক সুন্নীয়তের প্রাণ প্রতিষ্ঠা পুরুষ কুতুবুল আউলিয়া আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি(রহ.) ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত না করলে এ দেশের মানুষ নবী-ওলী প্রেমিক না হয়ে অন্ধকারের বেড়াজালে আবদ্ধ হয়ে ঈমানহারা হতেন। আজ জামেয়ার শিক্ষার্থীরা দ্বীন ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ খাদেম হয়ে দেশ-বিদেশে দ্বীনি কার্যক্রম অব্যাহত রেখেছে।

তাই বক্তরা আরো বলেন ‘‘শাহেনশাহ সিরিকোটি (রহ:) প্রতিষ্ঠিত জামেয়া মুসলিম ঐক্যের প্রতীক”। আমরা যদি আওলাদে রসূলগণের পিছনে ঐক্যবদ্ধ হয়ে ইমান আক্বীদা রক্ষার্থে তাঁদেরই নির্দেশিত পথে চলতে পারি, তাহলেই প্রকৃত ইসলামী জীবন ব্যবস্থার অনুসারী হতে দ্বীন-দুনিয়া উভয় জাহানের কামিয়াবী হাসিল করতে সক্ষম হবো। আল্লাহ ্আমাদের এ মহান সাধকগণের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিন। আমিন।

এতে বক্তা হিসেবে ছিলেন – জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড.মুহাম্মদ লিয়াকত আলী, প্রধান ফকীহ্ মুফতি আল্লামা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, প্রধান মুহাদ্দিস, আল্লামা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা সৈয়্যদ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, মুফাসসির আলহাজ্ব মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল, হালিশহর, চট্টগ্রাম’র অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বদিউল আলম রেজভী প্রমুখ।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন-আনজুমান ট্রাস্ট’র এডিশনাল সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ সামশুদ্দিন, এ্যাসিস্টেন্ট সেক্রেটারী জেনারেল আলহাজ্ব এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, আনজুমান ট্রাস্ট’র সদস্য আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন, আলহাজ্ব মুহাম্মদ তৈয়বুর রহমান, আলহাজ্ব নুর মুহাম্মদ কন্ট্রাক্টর, আলহাজ্ব মোহাম্মদ আবুল কাসেম, আলহাজ্ব শেখ নাসির উদ্দিন আহমেদ, আলহাজ¦ মুহাম্মদ আবদুল হামিদ, আলহাজ্ব মুহাম্মদ আবদুল হাই মাসুম, আলহাজ্ব মুহাম্মদ হাসানুর রশীদ রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, আলহাজ্ব মাহবুবুল হক খাঁন, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহবুব ইলাহি সিকদার, মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আবুল মনছুর, সহ-সভাপতি আর ইউ শাহিন চৌধুরী, সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব কমরুদ্দীন সবুর, সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হাবিবুল্লাহ্ মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ, জামেয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ সরোয়ার উদ্দীনসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ, শিক্ষানুরাগী, উচচ পদ¯হ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এবং গাউসিয়া কমিটির কেন্দ্র, জেলা, উপজেলা নেতৃবৃন্দসহ বিভিনè সÍরের পীরভাই-বোন, ভক্ত-অনুরক্ত ও শুভাকাঙ্খিবৃন্দ।

সালানা ওরস মোবারক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল- বা’দ ফজর খত্মে কোরআন মাজীদ, খত্মে বোখারী শরীফ, খত্মে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(দঃ), নামাজে আছরের পর পবিত্র গেয়ারবী শরীফ, মাশায়েখ হযরাতে কেরামের জীবনী আলোচনা, সালাত ও সালাম পরিবেশন করেন- দায়েম নাজির জামেয়া জামে মসজিদ এর পেশ ইমাম হযরতুলহাজ¦ ক্বারী মুহাম্মদ ইব্রাহীম, অনুষ্ঠানটি স ালন করেন জামেয়ার আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মাদ আনিসুজ্জামান এবং শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী, বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দো’য়া ও মুনাজাত পরিচালনা করেন।

পরিশেষে, বাদ নামাজে এশা তবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.