নৌমন্ত্রীকে সংযত হয়ে কথা বলার নির্দেশ প্রধানমন্ত্রীর

0

সিটি নিউজ ডেস্ক :: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে সংযত হয়ে কথা বলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর  মন্ত্রিসভার বৈঠকের পর নৌমন্ত্রীকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

রোববার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হওয়ার সঙ্গে দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে তুলনা করেন নৌমন্ত্রী শাজাহান খান।

এ কারণে সব মহলে সমালোচনার ঝড় ওঠে। একই কারণে তার পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে সোমবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

নৌমন্ত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিব্রত হয়- এমন মন্তব্য পরিহার করতে হবে। কথা বলার সময় আরও সতর্ক থাকুন। সড়ক দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। এই ঘটনায় দুঃখ প্রকাশ না করে মহারাষ্ট্রের সড়ক দুর্ঘটনার রেফারেন্স দেওয়াও ঠিক হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.