চবি শিক্ষার্থীদের বাস উল্টে নিহত-১, আহত-২০

0

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: খাগড়াছড়ির সদর উপজেলায় বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২০ যাত্রী। তাঁরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আজ শুক্রবার (১০ আগস্ট) সকালে উপজেলার আলুটিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাফিজুল্লাহ (৬৭) পেশায় একজন মাছের পোনা বিক্রেতা। তাঁর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাৎ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে নিয়ে ‘কিরণ-বর্ণিতা’ নামে লক্কড়ঝক্কড় লোকাল বাসটি খাগড়াছড়ি আসছিল। পথে সেই বাসটির ছাদে মাছের পোনাসহ ব্যবসায়ী হাফিজুল্লাহকে তোলা হয়।   

‘বেপরোয়া গতিতে আসা বাসটি খাগড়াছড়ির প্রবেশমুখ আলুটিলা পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে,’ বলেন ওসি।

ঘটনার পরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সহায়তায় আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

গাড়িটি আটক করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি। তিনি আরো বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.