`রানা প্লাজা`বাধা মুক্ত

0

সিটিনিউজবিডি : সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গার্মেন্টস কর্মী রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র রানা প্লাজার প্রদর্শনী ও সম্প্রচারের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে রানা প্লাজা চলচ্চিত্রটি মুক্তি দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ চলচ্চিত্রটির প্রয়োজকের করা এক আবেদনের নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আপিল বিভাগে প্রয়োজকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এ এম আমিন উদ্দিন ও বি এম ইলিয়াস ফকির।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও হাইকোর্ট রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

এর আগে গত ২৪ আগস্ট রানা প্লাজা প্রদর্শন ও সম্প্রচারের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও ওই সময়ের জন্য স্থগিত করা হয়।

রানা প্লাজা চলচ্চিত্রের সেন্সর বোর্ডের দেওয়া সনদ কেন বাতিল করা হবে না’ জানতে চেয়ে একটি রুলও জারি করেন আদালত।

২০১৩ সালের ২৪ এপ্রিলের সাভারের রানা প্লাজা ধসের ঘটনা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক নজরুল ইসলাম খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও সায়মন।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার শামীম আকতার প্রযোজিত চলচ্চিত্রটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।

গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড রানা প্লাজা চলচ্চিত্রকে সনদপত্র দেয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.