বায়োস্কোপে ক্লিক করলেই ‘ঢাকা অ্যাটাক’

0

বিনোদন জগৎ :: গেল বছরের অক্টোবরে বড় পর্দায় মুক্তি পেয়েই সাড়া জাগিয়েছিলো আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। ছবিটি নিয়ে রীতিমত হুলুস্থুল পড়ে গিয়েছিলো চারদিকে। সেই সময় অনেকে দেশে ও দেশের বাইরে সোশাল মিডিয়ায় ছবিটির অনলাইন লিঙ্ক চান। অন্যদিকে অনলাইনে পাইরেসি ঠেকাতে তৎপর ছিলো পুরো টিম। কিন্তু এবার নির্মাতা নিজেই অনলাইনের লিঙ্ক নিয়ে হাজির!

গেল বছরের অক্টোবরে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির সময় অনলাইনে ছবিটির পাইরেসি ঠেকাতে দেখা গিয়েছিলো ছবি সংশ্লিষ্টদের নানা তৎপরতা। তবে এবার ছবি সংশ্লিষ্টরাই ‘ঢাকা অ্যাটাক’ অনলাইনে দিলেন।

অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘বায়োস্কোপ’-এ সাড়া জাগানো ছবি ‘ঢাকা অ্যাটাক’ দেয়ার আগে নির্মাতা দীপঙ্কর জানিয়েছিলেন, ১২ আগস্ট ছবিটি বায়োস্কোপে দেয়া হবে। এরপর থেকে এখানে গিয়েই ফ্রিতে সব দেশের দর্শকরা দেখতে পারবেন ছবিটি।

কথামত তাই হলো! রবিবার (১২ আগস্ট) থেকে ‘ঢাকা অ্যাটাক’ পাওয়া যাচ্ছে বায়োস্কোপে। এখন শুধু ক্লিক করলেই দেখা যাবে সাড়া জাগানো ছবিটি। সংশ্লিষ্টরা আশা করছেন বড় পর্দার মতো অনলাইনেও এবার দাপট দেখাবে ছবিটি।

দীপঙ্কর দীপনের নির্মাণে আলোচিত ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন ও আলমগীর প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.