রিজভী-আমানের বিরুদ্ধে শুনানি ২৬ নভেম্বর

0

সিটিনিউজবিডি : পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানসহ ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল রবিবার। কারাবন্দী রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানকে আদালতে হাজির করতে না পারায় তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া, জয়নাল আবেদীন মেজবাহ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

২০১৩ সালের ১২ মার্চ নয়া পল্টন বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ২৩ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুকসহ ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.