বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সম্মেলন ১৪ সেপ্টেম্বর

0

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালীর শাখার সম্মেলন আগামী ১৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা গতকাল ১৮ আগষ্ট শনিবার বিকেলে পৌরসদরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক শাকপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষক বাদল চন্দ্র দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সদস্য হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বোয়ালখালী শাখার সভাপতি সজল কান্তি চৌধুরী, আমুচিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত বিশ্বাস সিকিম, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন শীল, অপু কুমার বৈদ্য, সাংবাদিক রাজু দে, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার শীল ও অনিক চৌধুরী বাসু।

সভায় সর্বস্মতিক্রমে আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখা গঠন কল্পে সম্মেলনের দিন ধার্য্য করা হয়।  প্রার্থীদের মনোনীত করবেন উপজেলার ৮৬টি সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক। এছাড়া ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৩১ আগস্ট বেলা ২টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকার মধ্যে পৌরসভা সদরের পূজা কমিটির অস্থায়ী কার্যালয় থেকে প্রার্থীগণ বিভিন্ন পদের নির্ধারিত ফরম সংগ্রহ ও উপজেলার সার্বজনীন পূজা ম-পের সভাপতি,সাধারণ সম্পাদকগণ নির্ধারিত ফরমের মাধ্যমে পরিচিতি প্রদান করবেন। ৭ সেপ্টেম্বর প্রার্থীগণ সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে একই স্থানে প্রার্থীর ফরম জমা দানের মধ্যে দিয়ে প্রার্থীতা নিশ্চিত করবেন।

এছাড়া আরো বিস্তারিত জানতে কমিটির সদস্য রাজু দে, মোবাইল- ০১৮৫০-০১১৪৭৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.