চন্দনাইশে মেহেরুন্নেছা ফাউন্ডেশনের ত্রাণ প্রদান

0

প্রেস বিজ্ঞপ্তি
মেহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার চন্দনাইশের বাংলাবাজারে বাইনজুরী, চরবরমা, শেবন্দী, পূর্ব কেশুয়া, সুচিয়া, কুলালডেঙ্গাসহ বরমা ও বরকল ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা জিয়াউল হকের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, রাজনীতিবিদ ও সমাজ সেবক আ ক ম মোজাম্মেল হক খান, গিয়াস উদ্দীন ছিদ্দিকী, বখতেয়ার হোসেন মুরাদ, গিয়াস উদ্দীন রউফ, জয়নাল আবেদীন ছিদ্দিকী ভুট্টো, এমরানুল হক খান, আমির মো: মোস্তফা কামাল, আবুল কাসেম বাবুল, এস কফিল, প্রতিষ্ঠানের সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনজুর উল ইসলাম চৌধুরী, মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি মোহাম্মদ নোমান চৌধুরী, এডভোকেট আনিসুর রহমান, রেজাউল কবির চৌধুরী, মাঈনুদ্দিন ডালিম, মোনায়েম খান, নাজিম উদ্দীন, মোহাম্মদ ফোরকান উদ্দিন প্রমুখ।
এতে উল্লেখিত (বাইনজুরী, চরবরমা, শেবন্দী, পূর্বকেশুয়া, সুচিয়া, কুলালডেঙ্গাসহ বরমা ও বরকল ইউনিয়নের বিভিন্ন) গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় তাঁরা সমাজের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে পাশে দাঁড়ানোর জন্য ধনীদের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.