বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামালের নেতৃত্বে কাজ করবে যুক্তফ্রন্ট

0

সিটি নিউজ ডেস্ক :: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে যুক্তফ্রন্ট।

মঙ্গলবার রাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

রাজধানীর বেইলী রোডে ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে বসেন যুক্তফ্রন্ট নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, গত কয়েক মাসের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ বৈঠকে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং বিকল্পধারা মহাসচিব এম এ মান্নান উপস্থিত ছিলেন। রাত ১০টার দিকে বৈঠক শেষে ঐক্যের ঘোষণা দেন নেতারা।

বৈঠক শেষে ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের সভাপতি, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতির এ ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

এ সময় তাঁর পাশেই ছিলেন ড. কামাল হোসেন ও আ স ম আবদুর রব।

তবে বৈঠকে বিএনপির সঙ্গে জোট গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান বদরুদ্দোজা চৌধুরী।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এ পর্যায়ে এ নিয়ে আলোচনা হয়নি। আজ আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

খুব শিগগিরই যুক্তফ্রন্ট একটি সাব কমিটি গঠন করবে, যা পরবর্তী কার্যক্রম ঠিক করবে বলে জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.