জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রামের জন্মাষ্টমীর সভা

0

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হচ্ছে অন্যায়, অবিচার, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করা। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দুষ্টের দমন সৃষ্টের পালন। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ধর্ম রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য।

বক্তারা আরো বলেন, দেশে এখনো ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদ নয়, শুধু সমস্যা নয় প্রতিনিয়ত সংকট মোকাবেলা করছে। দেশের সরকার ও সুশীল সমাজের সুদৃষ্টি ছাড়া দেশের সংখ্যালঘুরা টিকে থাকা দায় হয়ে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী ছিল যে কোনো অন্যায় ও সংকট মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ থাকা।

আজ রবিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর জামালখানস্থ চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মহাশোভাযাত্রার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

 জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী নৃপেশ রঞ্জন হোড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ দত্ত নান্টু।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এডভোকেট যীশুকৃষ্ণ রক্ষিত, হিন্দু মহাজোট নেতা জহরলাল চক্রবর্ত্তী, মুখপাত্র এড. রসিক লাল বৈদ্য, এড. রবি কুমার মহাজন, সুমন চন্দ্র কর্মকার, হিমন দত্ত রুবেল, সহ-সভাপতি চন্দন চক্রবর্ত্তী, পুরোহিত বিশ্বজিত চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণপদ আচার্য্য, বাবুল কান্তি দে, যুব বিষয়ক সম্পাদক ডা: সুমন কান্তি দাশ, হিন্দু মহাজোট নেতা রাসেল দাশ, পলাশ কান্তি নাথ, সাংবাদিক রণজিত কুমার শীল, সাংবাদিক হারাধন চৌধুরী, সুমন দাশ, প্রান্ত দাশ, বাবলু আচার্য, মাহিম দে, তপন কান্তি নাথ, বাবলা দাশ, রনি দাশ, মিশু শীল, যুব মহাজোট নেতা সুমন দাশ, রঞ্জিত নন্দী, প্রকৌশলী ঝুন্টু কুমার নাথ, রুবেল আচার্য, উজ্জ্বল চক্রবর্ত্তী, তুষার ধর, মুন্না দে, শ্রাবণ পাল, টিকলু সেন, ও সঞ্জয় দাশ প্রমুখ।

আলোচনা সভা শেষে চেরাগী পাহাড় চত্বর থেকে চট্টগ্রাম হিন্দু মহাজোট কর্তৃক আয়োজিত জন্মাষ্টমীর এক বিশাল শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জে এম সেন হল এসে শেষ হয়।

সভায় জানানো হয় আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচীকে সফল করার জন্য সংগঠনের নেতাকর্মীদের যথাযথ দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়েছে।  

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.