চট্টগ্রামে সিমেন্টবাহী লাইটার জাহাজডুবি

0

সিটি নিউজ ডেস্ক :: চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে সিমেন্টবাহী একটি লাইটার জাহাজ সাগরে ডুবে গেছে। আজ রোববার সকালে ভাসানচর এলাকায় দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের পর একটি ডুবে যায়। এ সময় ডুবে যাওয়া জাহাজ থেকে ১৩ কর্মীকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইটার জাহাজ এমভি শেখ ফারদিনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বসুন্ধরা ২৭ লাইটারের সংঘর্ষ ঘটে। এতে এমভি শেখ ফারদিন ডুবে যায়। জাহাজটিতে দেড় হাজার টন সিমেন্ট বহন করা হচ্ছিল।

এর আগে গত ৭ আগস্ট রাত আড়াইটার দিকে সন্দ্বীপ চ্যানেলে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে গমবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজ এমভি পাটগাটি-২ থেকে উদ্ধার করা হয়েছিল ১২ ক্রুকে। লাইটার জাহাজটি প্রায় ১০০ টন গম নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল।

বিআইডব্লিউটিএ জানায়, ভাটার সময় নাব্যতা কমে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সন্দ্বীপ চ্যানেল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.