আজ শুরু হচ্ছে ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল 

0

নিজস্ব প্রতিবেদক:: নগরের জমিয়তুল ফালাহ মসজিদে আজ (১১ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ১০ দিন ব্যাপী ৩৩তম আন্তর্জাতিক শাহাদাত-এ-কারবালা মাহফিল।

এতে অংশ নিতে এসেছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ১৫ সদস্যের টিমসহ, লেবানন, মালয়েশিয়া, ভারত ও শ্রীলংকার ইসলামি স্কলাররা। প্রতিদিন আসরের নামাজের পর মাহফিল শুরু হবে।

এবারের মাহফিলে বড়পীর হজরত আব্দুল কাদের জিলানির (রা.) সরাসরি বংশধর হজরত শাহসুফি সৈয়দ আফিফ আব্দুল কাদের জিলানি(মজিআ),বিশ্বের প্রচীনতম মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর প্রফেসর ড. ইব্রাহিম সালেহ হুদ হুদসহ ১৫ জন স্কলার, ভারতের হজরত শাহসুফি সৈয়দ মাহমুদ আশরাফ আল-আশরাফি (মজিআ), লেবাননের শাহসুফি সৈয়দ জামাল শাক্কর(মজিআ), গাজিয়ে মিল্লাত আল্লামা হাসেমী মিয়া আল আশরাফী, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ নূরানি আশরাফ আল-আশরাফি, শ্রীলঙ্কার আল্লামা শাহ সুফি মুহাম্মদ এহ্ছান ইকবাল আল-কাদেরি, ভারতের আল্লামা আকবর এহসানি প্রমুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামা মাশায়েখরা আলোচনা করবেন।

মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানসহ কর্মকর্তারা মাহফিল সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.