হাইটেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে আগ্রহী জাপান

0

সিটি নিউজ ডেস্ক :: বাংলাদেশের হাই-টেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান। শনিবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক সভায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি প্রতিনিধি এ তথ্য জানান।

সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি বাংলাদেশে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি বাংলাদেশের হাইটেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। জাপানি কোম্পানিগুলো এ সুযোগ কাজে লাগাতে পারে। ইতোমধ্যে কালিয়াকৈরে উৎপাদিত পণ্য বিদেশে রফতনি শুরু হয়েছে। শিগগিরই সেখানে একটি শ্রীলঙ্কান কোম্পানি ল্যাপটপ সমাবেশ শুরু করবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ শুধু জাপানের সাথে ব্যবসায়ই নয় বরং জাপানের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাকে আরও দৃঢ় করতে চায়। প্রতিমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ আইসিটি ডেভেলপমেন্ট সেন্টার’ চালু করারও প্রস্তাব দেন এবং এর মাধ্যমে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে জাপানের সাথে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, দুই দেশের আলোচনা ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে ফোকাল পয়েন্ট থাকা জরুরি, যারা উভয় পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.