রাস্তায় পশুর হাট বসাতে দেয়া হবে না : সিএমপি কমিশনার

0

সিটিনিউজবিডি : আসন্ন পবিত্র ঈদুল আযহায় উপলক্ষে রাস্তায় পশুর হাট বসাতে দেয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মন্ডল। মঙ্গলবার সিএমপি সদর দপ্তরে পশুর হাট ইজারাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় পুলিশ কমিশনার বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অনুমোদিত ১০টি পশুর হাট রয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনের আওতাধীন ৮টি এবং করপোরেশনের বাইরে কর্ণফুলী থানা এলাকায় ২টি গরুর হাট রয়েছে। এর বাইরে সিটি করপোরেশনের অনুমতি ব্যতিরেকে আর কোথাও কোন গরুর হাট বসবে না।’

তিনি আরো বলেন, ‘রাস্তার উপরে কোন অবস্থাতেই গরুর হাট বসানো যাবে না। এ ব্যাপারে সর্তক দৃষ্টি রাখার জন্য সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি গরুর বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকবে। তাছাড়া মেট্রোপলিটন এলাকায় র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের টহল দল থাকবে। প্রতিটি গরুর বাজারে গরু স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পশু ডাক্তার, জাল নোট সনাক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে সনাক্তকরণ মেশিন রাখা হবে।’

এছাড়া প্রতিটি পশুর হাটে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক বিশেষ পোশাক পরিহিত অবস্থায় পরিচয়পত্র’সহ নিয়োগ করার জন্য বাজার ইজারাদারদের প্রতি অনুরোধ এবং অতিরিক্ত টাকা বহনের ক্ষেত্রে পুলিশি সহায়তা নেয়ার জন্য তিনি সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.