ছিনতাইকারীর ১৩ সদস্য গ্রেপ্তার, মোবাইলসেট উদ্ধার

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতয়ালি থানা পুলিশ। এদের মধ্যে কয়েকজন ব্যাগ টানা পার্টির সদস্য।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তারের সময় ৯টি ছিনতাই করা মোবাইল সেট এবং ‍চারটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।

কোতয়ালি থানার ডিউটি অফিসার এএসআই শেবু বড়ুয়া জানান, ছিনতাই ও ডাকাতির জন্য জড়ো হওয়ার খবর পেয়ে মঙ্গলবার রাতে সিআরবি কাঠের বাংলো এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়।

এরপর তাদের দেয়া তথ্যমতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে আরও চারটি মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। এসময় তিন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন এএসআই শেবু বড়ুয়া।

গ্রেপ্তার হওয়া ১৩ জন হল, সালমান (২০), রমজান (২০), রণি (২০), হানিফ প্রকাশ তুষার (১৮), মো.মোহেল (২০), মানিক (২০), আরিফ (২০), রাজন (২০), মামুন হোসেন (২২). আব্দুল মালেক (২৩), সাদ্দাম (২২), ফারুক (২০) এবং ইকবাল হোসেন (২০)।

পালিয়ে যাওয়া তিনজন হল, পলাশ, আরশিদ ও মাঈনুর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.