আনোয়ারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0

আনোয়ারা প্রতিনিধি :‘কমাতে হলে সম্পদের ক্ষতি,বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এমন শ্লোগানে আনোয়ারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ।

উপজেলা এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসানুজ্জামান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জমিরুল ইসলাম ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কর্মকর্তা মো.সাইফুল ইসলাম।

বক্তারা বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে ও সম্পদের ক্ষতি কমাতে নানা বিষয়ে আলোচনা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.