ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ,সিটি নিউজ : ফটিকছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ধোধনী ফলক উম্মোচন অন্তরালে বাংলাদেশ তরিকত ফেডারশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী নির্বাচনী শোডাউন করেছেন গত ১৬ অক্টোবর।

ফটিকছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের ফলক উম্মোচন উপলক্ষে উপজেলা আ’লীগের একাংশ তথা আওয়ামী পরিবার আয়োজন করেন স্বরণকালের বৃহত্তম মোটর শুভাযাত্রা।

ফটিকছড়ি আ’লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে আওয়ামী পরিবারের নেতৃত্বে রয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্রগ্রাম উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম তৌহিদুল আলম বাবু , চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আ’লীগ নেতা এইচ এম আবু তৈয়ব এর নেতৃত্বে স্বরণকালের বৃহত্তম এ মোটর শোভাযাত্রাটি সকাল ১১ টায় নাহিরহাট পৌরসভার প্রবেশদ্ধারে ৩৮ কোটি টাকা ব্যায়ে মাইজভান্ডার দরবার শরীফ সড়কের উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

ফটিকছড়ির সাংসদ সৈয়দ আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, ‘বিএনপি’র বেইল নাই।

বিএনপি’কে মানুষ প্রত্যাখ্যান করেছে। মানুষ পুঁড়িয়ে মারার রাজনীতি করে বিএনপি জন বিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। অার কখনোই ক্ষমতায় যেতে পারবেনা বিএনপি।’

এসময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ভান্ডারী বলেন, ‘বিএনপি নেত্রীর নাকি হাত বাঁকা হয়ে গেছে। নিরীহ মানুষ পুঁড়িয়ে মারার বদদোয়ায় তিনি রোগে ভূগছেন।’
দুপুরে ফটিকছড়ির ভূজপুরের হেঁয়াকো বাজারে জনসভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল অালম বাবু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম অাবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা।

ভূজপুরের কাজিরহাট বাজার ও নারায়নহাট বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনকৃত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামফলক উম্মোচন করেন। এ সময় পথসভায় সাংসদ সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুল হক,উপজেলা অা’লীগের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান এম সোলায়মান বি কম, অা’লীগ নেতা মজিবুল হক মজুমদার,চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, চেয়ারম্যন হারুন রশিদ ইমন, চেয়ারম্যান রশিদ উদ্দীন চৌধুরী কাতেব, চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, চেয়ারম্যান সরওয়ার স্বপন, চেয়ারম্যান শোয়াইব অাল সালেহীন, অা’লীগ নেতা এনামুল হক বাবুল, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, হাসান সরওয়ার আজম চৌধুরী, অাহমেদ রশিদ মাস্টার, অাখতার উদ্দিন বাচ্চু, তরিকত নেতা বেলাল উদ্দীন শাহ্, উপজেলা যুবলীগ নেতা জয়নাল অাবেদীন, এস.এম মাসুদ পারভেজ, অালমগীর মাসুদ, বাবর অালী, হাসান, মঈনু, কাউন্সিলর ইয়াকুব, ছাত্রলীগ নেতা জনি, ইমতিয়াজ, অাফাজ উদ্দীন বাপ্পি প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে সাংসদের এ পথসভায় অাওয়ামী পরিবার সমর্থিত যুবলীগ-ছাত্রলীগের হাজার হাজার কর্মী মোটর সাইকেল শোডাউন করে পথসভায় যোগ দেয়।

উল্লেখ্য সকালে সাংসদের নাজিরহাট থেকে ফটিকছড়ি সদর হয়ে ভূজপুরের পথসভায় যোগ দেয়ার কথা থাকলেও উপজেলা আ’লীগ সমর্থিত যুবলীগ-ছাত্রলীগের ৪০-৫০ জনের একটি দল উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন সংবাদে গাড়ী বহরটি সুয়াবিল হয়ে ভূজপুর, নারায়নহাট, হেঁয়াকোর পথসভায় যোগ দেয় এবং সন্ধ্যা ৭ টার দিকে ফেরার সময় পাইনদং ইউনিয়নের ফেলাগাজীতে সর্বশেষ ফলক উম্মোচন করে ফটিকছড়ি সদর হয়ে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই ফিরে অাসে।

অপরদিকে, এ শোডাউনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার ছিলো।

উল্লেখ্য, গত ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক জনসভা থেকেই ফটিকছড়ি উপজেলার নাজিরহাট- মাইজভাণ্ডার সড়কসহ চট্টগ্রামের ৪১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.