মুক্তিযুদ্ধের বিজয় মেলা জাতিকে আশার আলো দেখাবে- ব্যারিস্টার নওফেল

0

সিটি নিউজ, চট্টগ্রাম : মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাঙালি জাতিসত্তা বিজয় ফলক মুক্তিযুদ্ধের বিজয় মেলা ধারাবাহিক ঐতিহ্য অনুযায়ী নূতন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে।

আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর মাসব্যাপী আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজনে জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তি নির্ভর নূতন প্রজন্ম এতে নেতৃত্বে দেবেন। আমার পিতা মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র স্বপ্ন-সাধনা বাস্তবায়নে এই বিজয় মেলা দেশবাসী আকাক্সক্ষা পূরণে বলিষ্ঠ ভূমিকা।

আজ বুধবার ১৭ অক্টোবর সকালে তাঁরই বাসভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের প্রস্তুতি সভায় সভাপতির ভাষণে এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ডিসেম্বর মাসটি বাঙালি জাতিসত্তার বিজয়ের প্রতীক। এই প্রতীক মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ মেলা আয়োজনে ১৯৯১ সাল থেকে দুর্বিনিত-দুঃসময় অতিক্রমের শক্তি। আশা করি এই প্রতীককে বুকে ধারণ করে বিজয় মেলা আয়োজনের ক্ষেত্রে চট্টগ্রামবাসীর সমবেত প্রচেষ্টা সফল হবে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, আলহাজ্ব বদিউল আলম, আহমেদুর রহমান সিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, অমল মিত্র, পান্টু লাল সাহা, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, ডা: শরফরাজ খান বাবুল, মশিউর রহমান চৌধুরী, ফেরদৌস হাফিজ খান রুমু, আলহাজ্ব মামুনুর রশিদ মামুন, মো: সৈয়দ, সাধন চন্দ্র বিশ্বাস, আবুল মনসুর, ডা: সেলিম আক্তার চৌধুরী, ফরিদ মাহমুদ, আতিকুর রহমান আতিক, এস.এম. সাঈদ সুমন, আবুল হোসেন আবু, মো: হেলাল উদ্দিন, অধ্যাপক মাসুম চৌধুরী, সরওয়ার জাহান চৌধুরী, খলিলুর রহমান নাহিদ, আজিজুর রহমান আজিজ, এনামুল হক মিলন, এনামুল হক মিলন, জাকারিয়া দস্তগীর প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.