দশম সংসদের শেষ অধিবেশন শুরু

0

সিটি নিউজ ডেস্ক : দশম সংসদের শেষ অধিবেশন শুরু হয়েছে। রোববার (২১ অক্টোবর) বিকেল চারটা ৫০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশন শুরু হয়। চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। অধিবেশন শুরু হওয়ার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে জানানো হয়, চলতি অধিবেশনে উত্থাপনের জন্য ছয়টি বিলের নোটিশ পাওয়া গেছে। সংসদে পাসের অপেক্ষায় একটি, কমিটিতে পরীক্ষাধীন ছয়টিসহ মোট ১৩টি বিল পাসের অপেক্ষায় রয়েছে।

কার্য উপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য এবং সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। এ ছাড়া কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- এবি তাজুল ইসলাম, ফরিদুল হক খান, সাধন চন্দ্র মজুমদার, ফখরুল ইমাম ও সেলিনা জাহান রিতা।

স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে দশম সংসদের ২২তম অধিবেশনটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়। সেই অধিবেশন ১০ কার্যদিবস চললেও ১৮টি বিল পাস করে রেকর্ড করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.