মহাজোটে যুক্ত হতে পারে যুক্তফ্রন্টঃ ওবায়দুল কাদের

0

সিটি নিউজ ডেস্কঃঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহাজোটের সঙ্গে যুক্ত হতে পারে যুক্তফ্রন্ট পারে।
আজ রবিবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মহাজোটের কলেবর বাড়তে পারে, আমাদের সাথে যুক্তফ্রন্টও নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সাথে আমাদের অ্যালায়েন্স হতেও পারে। আলোচনা চলছে। তবে নিজেদের মনোনয়ন দেব। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে ফেলবো।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা জানিয়ে এ আওয়ামী নেতা বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। মনোনয়নপ্রার্থীদের সাক্ষাতকারের সময় ১৪ নভেম্বর সকাল ১১টায় ধানমন্ডি ৩/এ অফিসে। এই সাক্ষৎকার একদিনেই শেষ হবে।

নির্বাচনের সময় বাড়ানোর দাবি করছেন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সময় বাড়ানোর কোনো দাবি আমরা করিনি। আমাদের চিঠি চলে গেছে। নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি থাকলে তা নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান, সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না। এ সময় প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, নৌকা প্রতীক ১৪ দলের মধ্যেই সীমিত থাকবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.