ফের খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত। আইটেম গার্ল হিসেবে পরিচিত। তবে শুধু ক্যামেরার সামনেই নয়, নানা ধরনের মঞ্চে নাচ করেন তিনি। সম্প্রতি এক মঞ্চে নাচ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এই বলিউড আইটেম গার্ল। তাঁকে তুলে আছাড় মেরেছেন একজন নারী রেসলার। আহত রাখিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার ভারতের হরিয়ানার পাঁচকুলায় তাউ দেবীলাল স্টেডিয়ামে কন্টিনেন্টাল রেসলিং এন্টারটেনমেন্ট ম্যাচে তিনি অনুষ্ঠান করছিলেন। সেই সময় এক কুস্তিগিরকে তিনি চ্যালেঞ্জ করেন। তারপরই ঘটল অঘটন। নক আউট হয়ে গেলেন রাখি। পেটে আর পিঠে ব্যথা লেগেছে তাঁর। রাখিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এখন তাঁর অবস্থা স্থিতিশীল। রিংয়ের মধ্যে রাখির কুপোকাত অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেকানে দেখা যাচ্ছে পুলিশ ও সংগঠকরা বিধ্বস্ত রাখিকে বের কের নিয়ে যাচ্ছেন।