ফিল্মের শুটিং করতে গিয়ে জখম হলেন সালমন খান। যতটুকু জানা গিয়েছে, আলি আব্বাস জাফরের ভারত ফিল্মটির একটি দৃশ্যে শুটিং করছিলেন সালমন। শুটিং হচ্ছিল পাঞ্জাবে।
আঘাত লাগার পরই তিনি চিকিৎসার জন্য মুম্বই ফিরে গিয়েছেন। তবে চিকিৎসার পর তিনি শনিবার আবার পাঞ্জাবের লুধিয়ানায় ফিরেছেন। ভারত ফিল্মটির শুটিং এখন শেষপর্যায়ে। তিনমাস আগে শুটিং শুরু হয়েছিল।
দিশা পাটানির সঙ্গে প্রারম্ভিক পর্বে মুম্বইয়ের স্টুডিওতে শুটিং হয়। তারপর প্রিয়াঙ্কা চোপড়া ফিল্মটি ছেড়ে বেরিয়ে যাওয়ায় তা নিয়ে হইচইও হয়। প্রিয়াঙ্কার জায়াগায় আসেন ক্যাটরিনা কাইফ।
আগস্টে দ্বিতীয় পর্বের শুটিং হয়েছিল মাল্টায়। চণ্ডীগড়ে গোটা ওয়াগা সীমান্তের সেট তৈরি করে শুটিং হয়েছে। এই ফিল্মে সালমন তিনটি চেহারা নিয়ে হাজির হচ্ছেন। আগামি বছর ঈদে ভারত-এর মুক্তি পাওয়ার কথা।