লিভারপুল সমর্থককে পেটানোয় ক্ষতিপূরণ দিচ্ছে রোমা

0

লিভারপুলের এক সমর্থককে পেটানোর জন্য তাঁর পরিবারকে দেড় লক্ষ ইউরো দিচ্ছে রোমা।

রোমার সমর্থকরা সিন কক্স নামে ওই লিভারপুলের সমর্থকরা প্রচণ্ড মারধোর করেছে। তাঁর মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে।

আয়ারল্যান্ডের নাগরিক তিন সন্তানের ৫৩ বছরের সিন কক্স গত এপ্রিলে চ্যাম্পিয়ন’স লিগে সেমি ফাইনাল দেখতে অ্যানফিল্ডে যাচ্ছিলেন, তখন তাঁকে দুই রোমা সমর্থক আক্রমণ করে।

তাতে মস্তিষ্কে চোট পেয়ে এখন তিনি কথা বলতে পারছেন না, উঠে বসতে পারছেন না। রোমার প্রেসিডেন্ট জিম পালোত্তা জানিয়েছেন, তাঁরা সিনের দ্রুত আরোগ্য কামনা করছেন। এমন ঘটনা আর কখনও ঘটা উচিত নয়।

ক্লাবের কর্মকর্তারা আয়ারল্যান্ডের সিনের স্ত্রী মার্টিনার সঙ্গে দেখা করেছেন। তাঁর জন্য অর্থ জোগাড় করার চেষ্টা চালানো হচ্ছে।

মার্টিনা বলেছেন, সিন যে কোনওদিন বাড়ি ফিরবে সে আশাও তিনি ছেড়ে দিয়েছেন। বাকি জীবন তাঁকে যত্নেই রাখতে হবে। তাঁর জন্য রোমা কেয়ার্স ফাউন্ডেশন দিচ্ছে ১ লাখ আর ক্লাব প্রেসিডেন্ট পালোত্তা ৫০ হাজার ইউরো দিচ্ছেন।

তাঁর জন্য আলাদা পেজ খোলা হয়েছে। অনুদান নেওয়া হচ্ছে সেখানেও। ২১ বছরের রোমা সমর্থক ফিলিপ্পো লম্বার্ডিকে গত অক্টোবরে আদালত বেকসুর খালাস করে দিয়েছে। তবে সে যে উচ্ছৃঙ্খল আচরণ করেছে, তা কবুল করেছে। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.