নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের কোন পর্যবেক্ষক থাকবেনা

0

সিটি নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোন পর্যবেক্ষক পাঠাবে না জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বড় পর্যবেক্ষক দল।

পর্যবেক্ষক যে পাঠাচ্ছেন না সেটা আবারও জানিয়েছেন দিয়েছেন তারা।

আজ বুধবার (২৮ নভেম্বর) দুপুরে ইইউ রাষ্ট্রদূত সাংবাদিকদের ‍ বলেন, সময় স্বল্পতার কারণে তারা কোনও টিম পাঠাবে না। এটার জন্য ৬ মাস সময়ের প্রয়োজন ছিল।

ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন ডেলিগেশন প্রধান ডেভিড ওয়ার্ডের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন। আজ বুধবার দুপুর সোয়া দুটায় তারা ইসি আসেন। প্রতিনিধিদলে আছে ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিং।

এক ঘণ্টার বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিং বলেন, পর্যবেক্ষক পাঠানোর জন্য যথেষ্ট প্রস্তুতি নেয়ার দরকার। সেই সময় এখন নেই। তবে ছোট কোনও টিম থাকতে পারে।

নির্বাচন ভবনে ইসির পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। আরও উপস্থিত ছিলেন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
উল্লেখ্য, তারা আগেও বলেছিলেন যে ইইউ এক বিবৃতিতে বলেছে তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.