বোয়ালখালীতে ৯ প্রার্থীর ৮জনই নতুন মুখ

0

ছাদেকুর রহমান সবুজ, বোয়ালখালীঃ আসন্ন জাতীয় একাদশ সংসদ নিবার্চনে চট্টগ্রাম-৮ আসনে ৯ প্রার্থীর ৮ জনই নতুন মুখ। বিগত ১০ বছরে উন্নয়ন ও পরিবর্তনের ছোঁয়ায় ব্যাপকভাবে পাল্টে গেছে মানুষের জীবনযাত্রার মান। স্বপ্ন আর দেখতে চায় না মানুষ। বাস্তবায়নে অভ্যস্থ হয়ে ওঠা এসব মানুষ চট্টগ্রাম-৮ আসনে পরিবর্তন চাইছেন। তরুণ প্রজম্মের ভোটাররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথে হাঁটতে চায়।

এ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল জাসদের (একাংশ) কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো এ আসনে প্রার্থী হয়েছেন। তবে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান এ আসনের নতুন মুখ।

বৃহৎ দুই রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচনী মাঠে জনপ্রিয়তা যাচাইয়ে নেমেছে বাংলাদেশ কমিউনিষ্ট পাটি’র (সিপিবি) কাস্তে প্রতীকে সেহাব উদ্দীন সাইফু, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে স.উ.ম আবদুস সামাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি’র (ন্যাপ) কুঁড়েঘর প্রতীকে লায়ন বাপন দাশগুপ্ত, ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকে ডা. মোহাম্মদ ফরিদ খান, বিএনএফ’র টেলিভিশন প্রতীকে ইকবাল হোসেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সিংহ প্রতীকে এমদাদুল হক ও আপেল প্রতীকে হাছান মাহমুদ চৌধুরী।

ইসলামি ফ্রন্টের প্রার্থী স.উ.ম আবদুস সামাদ বলেন, এ আসনে ভোটারা নেতৃত্বে পরিবর্তন চায়। তাই নতুন মুখকে প্রাধান্য দেবে ভোটাররা। সিপিবি’র প্রার্থী সেহাব উদ্দীন সাইফু বলেন, এবারের নির্বাচনে নতুন প্রজম্মরা প্রতীকের চেয়ে প্রার্থীকে মূল্যায়ন করবে। তাদের প্রতিটি ভোটই মূল্যবান।

এবার নতুন ভোটার কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রিমা জানান, স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। তাই এবারের নতুন ভোটারদের স্বপ্ন দেখিয়ে ভোট আদায়ের সুযোগ করতে পারবে না প্রার্থীরা। বাস্তবায়নে বিশ্বাসী বর্তমান প্রজন্মরা।

নিজের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে ভোট দেয়ার পরিবেশ যেন বজায় থাকে সেই দাবি করেছেন সাধারণ ভোটাদের মতো উপজেলা সদরের রিকশাচালক মোজ্জাম্মেল।

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের ছাত্র মোহাম্মদ রাসেল এবার নতুন ভোটার। জীবনের প্রথম ভোটটি কাকে দিবে জানতে চাইলে সে জানায়, যে প্রার্থী জনগণের বিপদে আপদে পাওয়া যাবে এবং সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই নির্বাচিত করবে।

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ নুরুল আলম বলেন, প্রতিটি ভোটই একেকটি রায়। এ মূল্যবান ভোট যেন অযথা নষ্ট না হয় সেই ব্যাপারে তরুণ প্রজম্মকে সজাগ থাকার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.