রাউজানে ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৩

0

নেজাম উদ্দিন রানা, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই একটি ট্রাকের সাথে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনযাত্রী আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর ঈদগাহ ময়দান সংলগ্ন সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার শহর মুল্লুকের ছেলে মো.শহিদুল্লাহ (৩৫) ও হাটহাজারীর বড়দিঘীরপাড় এলাকার মাহবুবুল আলমের ছেলে মোঃ কায়েস (৩৭)। দূর্ঘটনায় আহত অপর এক মহিলার পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী স্টেশন থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিক্সাটি (চট্টগ্রাম-থ, ১৩/৫০০৪) উপজেলার জলিল নগরে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় বিপরীতমুখী থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিক্সার তিনযাত্রী আহত হয়। সিএনজিটি দুমড়ে মুছড়ে গেলেও চালক ও যাত্রীরা প্রাণে বেঁচে যান।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.শাকিরা জানান, আহত ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোঃ কায়েস বলেন, ইটবোঝাই ট্রাকের অতিরিক্ত গতির কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.