নেজাম উদ্দিন রানাঃ চট্টগ্রামের রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি বসতঘর ও দুই গবাদি পশু সম্পূর্ণ পুড়ে চাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে উপজেলার ৬ নং বিনাজুরী ইউনিয়নের পূর্ব লেলাংগারা নন্দরাম মাঝির বাড়িতে রান্না ঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২ টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত রাউজান ফায়ার স্টেশনে জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সজল চৌধুরী, উজ্জল চৌধুরী, উৎপল চৌধুরী, বাদল চন্দ্র দে, মিলন চন্দ্র দে’র পাঁচটি বসতঘর ও দুইটি গবাদি পশু সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় পাঁচ পরিবারের ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।
খবর পেয়ে রাউজান উপজেলা প্রশাসন তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল, ২টি করে কম্বল প্রদান করেন।