অবশেষে নির্বাচনী প্রচারণায় সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা

0

সিটি নিউজ,চট্টগ্রাম : অবশেষে নির্বাচনী প্রচারণা শুরুর সপ্তম দিনে খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দ্বিতীয় বারের মতো বিজয়ী করতে মাঠে নেমেছেন এ আসনে দলের মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা।

দেরিতে হলেও মনোনয়ন যুদ্ধে পরাজিত সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় উজ্জীবিত হয়ে উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আজ সোমবার(১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের কল্যানপুর এলাকায় এক উঠান বৈঠকের মাধ্যমে নৌকার প্রচারণায় অংশ নেন সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা।

তিনি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা থাকবে। তবে আমরা কেউ কারো প্রতিপক্ষ নই। এটা ব্যক্তির নির্বাচন নয়, প্রতীকের নির্বাচন। আমরা সকলেই নৌকার পক্ষের শক্তি। শেখ হাসিনা কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার পক্ষেই কাজ করবো। তার নেতৃত্বেই খাগড়াছড়ির সাম্প্রদায়িক-সম্প্রীতি ও উন্নয়কে এগিয়ে নেব।

আওয়ামী লীগ ছাড়া পাহাড়ের মানুষের কোন স্বজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

কিরন বড়ুয়ার সভাপতিত্বে ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলম ও আওয়ামী লীগ নেতা হাজী রফিক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বৈঠক শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সাথে নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন যতীন্দ্র লাল ত্রিপুরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.