বিএনপির ইশতেহার:দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়

0

সিটি নিউজ ডেস্ক : বিএনপি সরকার গঠন করতে পারলে সংবিধানে সংশোধনী এনে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার ১৮ ডিসেম্বর রাজধানীর গুলশানের হোটেল লেকশোয় এ প্রতিশ্রুতিসহ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইশতেহারে তিনি উল্লেখ করেন, সংসদের কাছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের দায়বদ্ধতা নিশ্চিত করতে আইন করা হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেয়া হবে বলেও জানান, মির্জা ফখরুল। শিক্ষিত বেকারদের ভাতা প্রদান, প্রতিটি শহর-গ্রামকে স্মার্ট হিসেবে গড়ে তোলা, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি ও ঝুঁকিমুক্ত অভিবাসন নিশ্চিত করা হবে বলে উল্লেখ করা হয় বিএনপির নির্বাচনী ইশতেহারে।

মির্জা ফখরুল বলেন, সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা হবে। পাশাপাশি দুই মেয়াদের বেশি এক ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী থাকতে না পারেন, সে ব্যবস্থা করা হবে।

এ ছাড়া ইশতেহারে গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগ, মতপ্রকাশের স্বাধীনতাসহ ১৯ অঙ্গীকার করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এ অঙ্গীকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.