‘টাকার মালা’নিয়ে যা বললেন মির্জা ফখরুল

0

সিটি নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় টাকার মালা পরিয়েছেন স্থানীয় সমর্থকরা।

গত রোববার ২৩ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ওই মালা পরানো হয়।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুলের গলায় টাকার মালা পরানোর একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

গলায় টাকার মালা পরানো নিয়ে আজ মঙ্গলবার বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটি ঠাকুরগাঁও এলাকার মানুষের মধ্যে প্রচলিত একটি রীতি। নির্বাচনে তারা যাকে যোগ্য প্রার্থী বলে মনে করেন তাকে তারা ভালবাসার নিদর্শন হিসেবে এমন টাকার মালা পরিয়ে দেন। মূলত পছন্দের প্রার্থীর কাছে যদি নির্বাচনী প্রচারণা চালানোর মতো অর্থ না থাকে তাহলে তারা নিজেদের যতটুকু সামর্থ্য আছে তার সবটা দিয়ে নিজের প্রার্থীকে সাহায্য করেন এবং তাদের সমর্থন জানান।’

মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মানুষ যেহেতু আমাকে তাদের উপযুক্ত প্রার্থী বলে মনে করছে, সেজন্য তারা আমার প্রচারণার জন্য খুশি হয়ে টাকা দিয়ে সাহায্য করছে। এটাকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই। এটি স্থানীয় রীতি, যার মাধ্যমে মানুষ তাদের ভালবাসা প্রকাশ করে থাকে এবং এটা তারা প্রকাশ্যেই করে থাকে।’

মির্জা ফখরুলের ওই জনসভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। তিনি আমাদের সময়কে বলেন, ‘দলের স্থানীয় সমর্থকরা খুশি হয়ে নির্বাচনের প্রচারণায় সহায়তার জন্য মির্জা ফখরুলের গলায় টাকার ১০টি মালা পরিয়ে দেয়। এর আগে ২০০১ সালে একইভাবে ঠাকুরগাঁওয়ে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুলকে টাকার মালা পরানো হয়েছিল।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.