সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন,নির্বাচনের প্রতিটি সংবাদ একটু যাচাই-বাছাই করে সময় নিয়ে পরিবেশন করবেন। কারণ অনেক ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত, অপপ্রচার, অপচেষ্টা হচ্ছে। গুজবে বিভ্রান্ত হবেন না। নির্বাচনে নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে। সতর্ক থেকে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করুন।

নগরীর জামালখানের একটি রেস্টুরেন্টে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা, দেশের কল্যাণ, উন্নয়ন, শান্তিপূর্ণ রাজনৈতিক স্থিতিশীলতার বিষয় বিবেচনা করে ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের।ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ রেখে যাওয়াই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা।

মেয়র বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা আছে। সাংবাদিকরা জাতির বিবেক। তাদের নিরপেক্ষ থেকে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন,চট্টগ্রাম প্রেস ক্লাব,চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির নেতাসহ সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.