এক নজরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন

0

সিটি নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে আগামীকাল ভোটগ্রহণ হবে। গাইবান্ধা-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী মারা যাওয়ায় আসনটিতে নির্বাচন স্থগিত রয়েছে। ওই আসনে নির্বাচন হবে আগামী ২৭ জানুয়ারি।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন। মোট ভোটকেন্দ্র সংখ্যা ৪০ হাজার ১৮৩ টি। ভোটকক্ষ সংখ্যা দুই লাখ ৭ হাজার ৩১২ টি।

এবারের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা এক হাজার ৮৬১ জন। তারমধ্যে নিবন্ধিত ৩৯ টি রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা এক হাজার ৭৩৩ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১২৮ জন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসারসহ প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকায় মোট ৬ লাখ ৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছেন।

এর মধ্যে পুলিশ সংখ্যা এক লাখ ২১ হাজার, আনসার ৪ লাখ ৪৬ হাজার, গ্রাম পুলিশ ৪১ হাজার, বিজিবি ৯৮৩ প্লাটুন (প্রতি প্লাটুনে ৩০ জন), র‌্যাব ৬শ’ প্লাটুন (প্রতি প্লাটুনে ৩০ জন) আইনশৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স নিসেবে কাজ করবে।

৩৮৯ টি উপজেলায় প্রতি প্লাটুনে ৩০ জন করে মোট ৩১৪ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৮ জেলায় ৪৮ প্লাটুন নৌ বাহিনী, ১২ উপজেলায় ৪২ প্লাটুন কোস্টগার্ড নির্বাচনি শৃঙ্খলায় দায়িত্ব পালন করবে। এর বাইরে সারাদেশে জেলা ও মেট্রোপলিটন পুলিশের টহলল দল নিয়োজিত রয়েছেন। ইসি সূত্র জানায়, প্রতিক বরাদ্দের পরই সারাদেশে এক হাজার ৩২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। এর মধ্যে প্রার্থী ও সমর্থকদের আচারণ বিধি প্রতিপালনে ৬৫২ জন এবং আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল/স্ট্রাইকিং ফোর্সের সাথে নিয়োজিত রয়েছেন ৬৭৬ জন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন ৬৪০ জন। প্রার্থী ও সমর্থকদের নানা অভিযোগ নিষ্পত্তি বা সমাধানে ১২২টি ইলেক্টারাল ইনকোয়ারি কমিটির ২৪৪ জন দায়িত্ব পালন করছেন। এই নির্বাচনে সারাদেশে মোট প্রিজাইডিং অফিসার হিসেবে আছেন ৪০ হাজার ১৮৩ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ২ লাখ ৭ হাজার ৩১২ জন ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ৪ লাখ ১৪ হাজার ৬২৪ জন।

নির্বাচন কমিশন সূত্র আরো জানায়, এবারের নির্বাচনে দেশি ৮১ টি পর্যবেক্ষক সংস্থার ২৫ হাজার ৯শ’ সদস্য পর্যবেক্ষক হিসেবে মাঠে থাকবেন। তবে, যুক্তরাষ্ট্র থেকে কোনো পর্যবেক্ষক আসছেন না এবার। বিদেশি পর্যবেক্ষক হিসেবে মাঠে থাকবেন ৩৮ জন। এছাড়া ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিক/বিদেশি মিশনের কর্মকর্তা ৬৪ জন ও এসব দূতাবাস ও বিদেশি সংস্থায় কর্মরত ৬১ জন বাংলাদেশি কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে থাকছেন। দেশিয় সাংবাদিকের পাশাপাশি বিদেশি শতাধিক সাংবাদিক নির্বাচনি ভোটের মাঠে।

তারা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। এবারই প্রথম জাতীয় নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হচ্ছে। ৬টি সংসদীয় আসনের ৮৪৫ টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৪৫টি ভোটকক্ষে ইভিএমে ভোট দেবেন ভোটাররা। আসনগুলো হচ্ছে রংপুর-৩, খুলনা-২, সাতক্ষীরা-২, ঢাকা-৬, ঢাকা-১৩ ও চট্টগ্রাম-৯। এসব আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ২৪ হাজার ৫৫৪ জন।

গতকাল সন্ধ্যা ৬ টায় ইসির মিডিয়া সেন্টারে ইসি সচিব হেলালুদ্দিন এসব তথ্য জানান। এসময় তিনি উল্লেখ করেন ভোটাররা এসএমএস-এ কেন্দ্রের তথ্য জানতে পারবেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝুঁকিপুর্ণ কেন্দ্রের সংখ্যা তিনি জানেন না। এছাড়াও ৩০ ডিসেম্বর জরুরিসেবা, সাংবাদিক ও সরকারি গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি চলাচল নিষিদ্ধ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.