কারেন্ট টাইমসঃ কোতোয়ালী থানা পুলিশ মো. শাহাদাত হোসেন নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। সোমবার রাতে কোতোয়ালী থানা পুলিশ কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ আমতল হোটেল সফিনা গলির মুখে সামনে রাস্তার উপর চেক পোষ্ট ডিউটি করাকালে তাকে গ্রেফতার করে। তার কাছে থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ২টি সাদা রংয়ের কার্তুজ, ১টি মোবাইল সেট উদ্ধার করে।
আটককৃত আসামী শাহাদাত জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে মোবাইল ফোন হাতে রেখে পথচারীর সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে নিজ হাতে রাখা মোবাইল ফোন ফেলে দেয় এবং টার্গেটকৃত ব্যক্তিকে মোবাইল ফোন ভেঙ্গে ফেলেছে মর্মে দোষী সাব্যস্ত করে। একপর্যায়ে ঠিক করে দেবার কথা বলে নির্জনস্থানে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে পথচারীর নিকট হতে সর্বস্ব নিয়ে নেয়।কোতোয়ালী থানার এসআই মৃণাল কান্তি মজুমদার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি মামলা রজ্জু করেন।
ধৃত আসামী মোঃ শাহাদাত হোসেন প্রকাশ সাজ্জাদ (২৬) এর বিরুদ্ধে দঃবিঃ ও অস্ত্র আইনে কোতোয়ালী থানায় ৩টি ও পটিয়া থানায় নারী নির্যাতন আইনে ১টি মামলা রয়েছে।
আসামী মোঃ শাহাদাত হোসেন প্রকাশ সাজ্জাদ (২৬), পিতা-মোঃ ইসমাইল, মাতা-খতিজা বেগম, স্ত্রী-রোকসানা আক্তার, সাং-আব্দুল লতিফ সওদাগরের বাড়ী, হরিণখাইন, ৬নং কুসুমপুরা ইউনিয়ন, পোঃ বুধপুরা, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মেহমান কলোনী, শামসুর ভাড়াঘর, মিয়াখান নগর, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম এর বাসিন্দা।