জামানত ফেরৎ চাইলেন হিরো আলম

0

সিটি নিউজ ডেস্কঃ এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম আলোচিত নাম হিরো আলম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে দাঁড়িয়ে যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কিন্তু বাঁধ সাধেন নির্বাচন কমিশন। ইসি বাতিল করে দেন হিরো আলমের মনোনয়ন। নাছোড় বান্দা হিরো আলম দ্বারস্থ হন হাইকোর্টের। বিজ্ঞ আদালত তার মনোনয়ন ফিরিয়ে দেন। ইসি সচিবের একটি মন্তব্যে আবারো নড়ে চড়ে বসে হিরো আলম। ইসিকে দেখে নেওয়ার হুমকিও দেন হিরো আলম।

সর্বশেষ নির্বাচনের দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। নির্বাচনে মাত্র ৬৩৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি।এবার তার জামানত ফেরৎ দেবার দাবী জানান।

তবে সমর্থকদের ভোট দিতে না দেয়ার অভিযোগ তুলে জামানত ফেরত দেয়ার জোর দাবি জানিয়েছেন সিংহ প্রতীকের এই প্রার্থী।

হিরো আলম সাংবাদিকদের বলেন, আমার লোকজনকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এজেন্ট দিতে দেয়া হয়নি। যাও কয়েকজনকে দিয়েছি তাদেরও বের করে দেয়া হয়েছে।

তিনি বলেন, আমি এই ভোট মানি না। আমার জমা দেওয়া জামানতের টাকা তাদের ফেরত দিতেই হবে। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয় পেতাম। কিন্তু ভোট হতে দেয়নি বরং আমাকে ও আমার লোকজনকে তারা মেরেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.