রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন শেখ হাসিনা

0

সিটি নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেণ।

আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারী) বিকেল ৪টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই রাষ্ট্রপরিত সাথে প্রথম সাক্ষাৎ।

জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানান। ওই সাক্ষাতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানাবেন তিনি।

এদিকে আওয়ামী লীগের সংসদীয় সভায় চতুর্থবারের মতো দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এমপিদের শপথ গ্রহনের পর সংসদীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ দিয়েছেন। বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন তাদের শপথ বাক্য পাঠ করান। সদ্য সমাপ্ত এই নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের ফলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো দলটি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.