এমপি হিসেবে এরশাদের শপথ গ্রহণ

0

সিটি নিউজ ডেস্কঃ সাবেক রাস্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

আজ রবিবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার দফতরে শপথ পাঠ করান জাপা চেয়ারম্যানকে। এরশাদ ছাড়াও ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন এমপি, মেজর খালেদ এমপি, ফখরুল ইমাম এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, পীর ফজলুর রহমান এমপি ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।

জানা গেছে, নিয়মিত রক্ত পরীক্ষার অংশ হিসেবে এরশাদ সিএমএইচে ভর্তি হয়েছিলেন। সেখানে থেকে সংসদ ভবনে গিয়ে শপথ নেন।

অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার শপথ নিতে যাননি এরশাদ। রংপুর-৩ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে অসুস্থতার কারণে নির্বাচনী এলাকায়ও যেতে পারেননি তিনি। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য এরশাদ সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২৬ ডিসেম্বর ফিরে এসে ঢাকার বাসায় ছিলেন। এবারের নির্বাচনে ২২টি আসন পেয়েছে জাপা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.