প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

0

সিটি নিউজ ডেস্কঃ বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে আজ বিকেল ৩. ৪০ মিনিট থেকে। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমেই শপথবাক্য পাঠ করান প্রধামন্ত্রী শেখ হাসিনাকে।

শপথের মধ্য দিয়ে মন্ত্রিসভার সদস্যরা তাদের কাজ শুরু করবেন। এবারের মন্ত্রিসভায় রয়েছে দারুণ চমক। মন্ত্রিসভার ৪৭ জন সদস্যের মধ্যে ৩১ জনই নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এদের মধ্যে ২৭ জনই প্রথমবার মন্ত্রী হওয়ার সুযোগ পাচ্ছেন। আর প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন পাঁচজন। সব মিলিয়ে এবার ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩জন উপমন্ত্রী থাকছেন।

প্রধানমন্ত্রীসহ ৪৭ জন নিয়ে এবার গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। ২৪ জন মন্ত্রীর মধ্যে, আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, স্থপতি ইয়াফেস ওসমান এবং মোস্তফা জব্বার আগের দায়িত্বেই থাকছেন। আর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পাচ্ছেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.