বাঁশখালীতে পরলোকে হিমাংশু বিমল গুহ

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, বাঁশখালী আইনশৃংখলা কমিটির সদস্য, ঋষি অদ্বৈতানন্দ পরিষদের চট্রগ্রাম দক্ষিন জেলার মহাসচিব, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বিশিষ্ট সংগঠক প্রদীপ কুমার গুহের পিতা হিমাংশু বিমল গুহ পরলোজ গমন করেছেন। (ওঁ দিব্যাণ লোকান স্বঃ গচ্ছুত)

আজ শনিবার (১২ জানুয়ারী) সকাল ১১.৪৫ টার সময় চমেক হাসপাতালে মৃত্যুবরন করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, দুই কন্যাসহ অসংখ্যা আত্বীয় স্বজন রেখে যায় । আজ বিকালে কালীপুরস্থ কোকদন্ডী নিজ গ্রামের পারিবারিক শ্বশানে দাহ করা হয় ।

বিশিষ্ট সংগঠক প্রদীপ কুমার গুহের পিতা হিমাংশু বিমল গুহ এর মৃত্যুতে বাশঁখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাশঁখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,

বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দিন চৌধুরী, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী প্রেস ক্লাবরে সাবেক সাধারণ সম্পাদক দিলীপ তালুকদার,

বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ূয়া, বাশঁখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি টুটুন চক্রবর্তী, সাধারন সম্পাদক উত্তম কুমার কারন, সাবেক সাধারন সম্পাদক রাকেশ দাশ গুপ্ত. ঋষি অদ্বৈতানন্দ পরিষদের চট্রগ্রাম ও বাংলাদেশের সদস্যগন, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক , অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ, বাঁশখালী জুয়েলারী সমিতির সভাপতি সনজিত ধর, সাধারন সম্পাদক তড়িৎ ধর,

রামদাস মুন্সির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি সুধীর মল্লিক রায়, সাধারন সম্পাদক নুরুল আলম, বাশঁখালী হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. অনুপম বিশ্বাস, সাধারন সম্পাদক ডা: চন্দন দত্ত, মিতালী মাল্টিপারপাস ও মিতালী ফাউন্ডেশনের সদস্য বৃন্দ, কোকদন্ডী পুবালী সংঘ ও দুর্গামুন্দির পরিষদ, শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয় । এদিকে বিশিষ্ট সংগঠক প্রদীপ কুমার গুহের পিতা হিমাংশু বিমল গুহ এর মৃত্যুতে রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, এড.তপন কান্তি দাশ, এড.চন্দন তালুকদার, বিমল কান্তি দে.এড. কাঞ্চন বিশ্বাস বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয় ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.