নগরীতে ট্রাক/কাভার্ড ভ্যান চলাচল নিয়ন্ত্রণ 

0

কারেন্ট টাইমসঃ  চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরে দিনের বেলায় ট্রাক, কাভার্ড ভ্যান, লং-ভ্যাহিকল, প্রাইমমুভারসহ অন্যান্য পণ্য/মালবাহী যানবাহন ইত্যাদি যত্রতত্র মালামাল উঠানামাসহ অবৈধ পার্কিং-এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে।

এতে নগরীতে দিনের বেলায় রাস্তার ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন (যান্ত্রিক ও অযান্তিক) চলাচলসহ যানবাহনের চাপ সৃষ্টির ফলে নগরীতে জনসাধারণের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-বন্দর বিভাগের আওতাধীন এলাকায় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রধান সড়কসহ আন্তঃ জেলা যোগাযোগের সড়ক ব্যতীত নগরীর সড়কের অভ্যন্তরে প্রতিদিন সকাল ৮ টা হতে রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লং-ভ্যাহিকেল, প্রাইমমুভারসহ অন্যান্য পণ্য/মালবাহী যানবাহন ইত্যাদি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

১) আকরবশাহ মোড় হতে জাকির হোসেন(জিইসি) সড়ক মুখী।
২) পাহাড়তলী থানা(কেন্দ্রীয় মসজিদ)ক্রসিং হতে আকবরশাহ ক্রসিং মুখী।
৩) পাহাড়তলী রেলক্রসিং হতে আমবাগান মুখী।
৪) বড়পুল হতে বাদামতলী মুখী।
৫) বারেকবিল্ডিং মোড় হতে বাদামতলী মুখী।
৬) কদমতলী উড়ালসেতু হয়ে নিউমার্কেট মুখী।
৭) শিকলবাহা ক্রসিং হতে তৃতীয় কর্ণফূলী সেতু মুখী।

উল্লেখিত সময়ের পর পণ্যবাহী যানবাহন চলাচল ও মালামাল উঠানামা করতে পারবে। তবে জরুরী আমদানীকৃত খাদ্যদ্রব্য পণ্য ও রপ্তানীযোগ্য গার্মেন্টস পণ্য যথাক্রমে চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত নির্ধারিত স্টিকারসহ বিশেষ ব্যবস্থায় চলাচল করতে পারবে।

চট্টগ্রাম মহানগরীর সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করণের পাশাপাশি যানজট নিরসনকল্পে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কাম্য।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.