শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন নুরুল আলম চৌধুরী 

0

কারেন্ট টাইমসঃ বর্ষিয়ান রাজনীতিক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক রাষ্ট্রদূত, মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর প্রথম জানাজা নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জনমানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি।

আজ সোমবার (২৮ জানুয়ারি) সকালে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম নুরুল আলম চৌধুরীকে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে।

জানাজায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সন্দ্বীপের মাহফুজুর রহমান মিতা, ফটিকছড়ির নজিবুল বশর মাইজভাণ্ডারী, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস প্রমুখ অংশ নেন।

জোহর নামাজের পর ফটিকছড়ি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা এবং রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর আসর নামাজ শেষে মতিউর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবস্থানে তাঁকে দাফন করা হবে।

গতকাল রবিবার (২৭ জানুয়ারি) ভোর ৫টা ১৫ মিনিটে নগরের পার্কভিউ হাসপাতালে নুরুল আলম চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.